কখনো সাজায় ধূপ কখনো বা মাল্য, গ্ল্যাক্সোধারায় মনে এনে দেয় বাল্য। সরিষার তেলে দেহ দেয় ক'ষে মাজিয়া। নিয়মের ত্রুটি হলে করে ঘোর কাজিয়া-- কোথা হতে নেমে আসে বকুনির ঝাঁক তার, তর্জনী তুলে বলে "ডেকে দেব ডাক্তার'। এইমত বসে আছি আরামে ও ব্যারামে যেন বোগ্দাদে কোন্ নবাবের হ্যারামে॥